শাবি শিক্ষকের সঙ্গে প্রতারণা: নাইজেরীয় গ্রেফতার

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-22 11:52:01

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকের সঙ্গে প্রতারণার অভিযোগে আন্তর্জাতিক প্রতারকচক্রের সদস্য নাইজেরিয়ার এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার মাধবপুরে একটি হোটেলে অভিযান চালিয়ে নাইজেরিয়ার নাগরিক ডোনাটস এমেকা ওনিজিউয়াকে গ্রেফতার করা হয়। তিনি একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য। এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছেন তা খুঁজে দেখা হচ্ছে। পরিতোষ জানান, যুক্তরাষ্ট্রে একটি সেমিনারে অংশ নেওয়ার জন্য শাবিপ্রবির অধ্যাপক ড. ফারুক মিয়ার কাছে গত ফেব্রুয়ারিতে একটি ই-মেইল আসে। এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ফারুক। এরপর হোটেল ভাড়া, বিমান টিকেট, ইন্স্যুরেন্স ও ফেরতযোগ্য জামানত হিসেবে তার কাছ থেকে তিন দফায় ৫ হাজার ৬০০ ডলার হাতিয়ে নেয় প্রতারক চক্র। গত ২৭ মার্চ ওই চক্রের এক সদস্য ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে তাকে একটি ট্রাভেল ব্যাগ দিয়ে তা সিলেটে নিয়ে যেতে বলেন। এ সময় ল্যান্ডিং চার্জ বাবদ আরো দেড় লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটির সদস্যরা। ব্যাগ হাতে নিয়ে ফারুক এর ভেতরে একটি মেশিন দেখতে পেলেও কনফারেন্সের কোনো ডকুমেন্ট পাননি। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে ফোন দেওয়া হলে পরদিন এমেকা সিলেটে এসে ফারুকের সঙ্গে দেখা করেন। এমেকা মেশিন থেকে জাল ডলার তৈরি করে ফারুকের হাতে দেন। এ সময় অধ্যাপক ফারুক তার এমেকার কাছে সেমিনারের ডকুমেন্ট চাইলে তিনি পালিয়ে যান। প্রতারণার অভিযাগে ফারুক গত  বৃহস্পতিবার শাহপরান থানায় মামলা করলে ওই দিনই এমেকাকে গ্রেফতার করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর