রংপুরে এরশাদবিহীন লাঙ্গলের প্রথম বিজয়

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-31 09:02:57

রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা)  লাঙ্গল প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোত্তালেবুল হক।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে ভোট গণনা শেষে রংপুর সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বার্তাটোয়েন্টিফোর.কম-কে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকে সিরাজুল ইসলাম লাভলু ছয় হাজার ২৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোত্তালেবুল হক পেয়েছেন পাঁচ হাজার ৮৩৮ ভোট। আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৯৬৩ ভোট।

এ বছরের ২৪ মার্চ অনুষ্ঠিত রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া প্রতিদ্বন্দ্বিতা করায় খলেয়া ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান অসুস্থ থাকা অবস্থায় চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম লাভলুকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দিয়েছিলেন। সিরাজুলের এই জয়ের মধ্য দিয়ে এরশাদবিহীন লাঙ্গলের এটি প্রথম বিজয়।

এছাড়া সদর উপজেলার সদ্যপুষ্করনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ভ্যান প্রতীক নিয়ে আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন। এই ওয়ার্ডে ভোটগ্রহণে ইভিএম ব্যবহার করা হয়।

অন্যদিকে পীরগাছায় ছাওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে রোকেয়া বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

হেলিকপ্টার প্রতীক নিয়ে রোকেয়া বেগম পেয়েছেন এক হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আম্বিয়া বেগম পেয়েছেন এক হাজার ৫৩ ভোট।

চার মাস আগে ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সালেহা বেগম মৃত্যুবরণ করায় নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংরক্ষিত ওয়ার্ডটিতে চার জন মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ সম্পর্কিত আরও খবর