বৃষ্টির মধ্যেই বাসের আগাম টিকিট বিক্রি শুরু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 22:39:47

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রির প্রথম দিনের সকাল থেকে বৃষ্টির কবলে পড়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়েছেন টিকিটপ্রত্যাশীরা।

শুক্রবার (২৬ জুলাই) দেওয়া হচ্ছে ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত ঈদযাত্রার টিকিট। তবে গাবতলী, মাজার রোড, কল্যাণপুরসহ বিভিন্ন বাসের কাউন্টার ঘুরে দেখা গেছে ৮, ৯ ও ১০ আগস্টের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুশফিক নওগাঁর যাত্রী। টিকিট কাউন্টারে এসেছিলেন ভোর ৫টায়। সকাল ৮টার দিকে কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেনও তিনি। তবে টিকিটের দাম নিয়ে তার অভিযোগ রয়েছে।

আগামী ১১ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন শুক্রবার (২৬ জুলাই) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ জুলাই সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে পরিবহন কোম্পানিগুলো। উত্তরাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও খবর