দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 07:34:38

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হলে দেশে কোনো গৃহহীন থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। 

শুক্রবার (২৬ জুলাই) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, সরকার অতি দরিদ্রতা আগামী পাঁচ বছরের মধ্যে দূর করতে চায়। কেউ যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হয়। এশিয়ার সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির হার সর্বোচ্চ। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হলে দেশে কোনো গৃহহীন থাকবে না। শেখ হাসিনার সরকার জনগণের সরকার।

পরে অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী  ৪১ জন ব্যক্তি ও ২০ টি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানের ১০ লাখ টাকার চেক বিতরণ করেন। এছাড়া ৭১ টি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে প্রদান করেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক ও ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুসুর রহমান।   

এ সম্পর্কিত আরও খবর