গুজবে কান না দেওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 15:57:08

কোনো রকম গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, ‘দুর্যোগ প্রতিরোধে স্থায়ী সমাধানে সরকার অঙ্গিকারবদ্ধ। নদীর খনন ও বাঁধ নির্মাণ করা হবে। সরকার সব সময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। কেউ কোনো রকম গুজবে কান দেবেন না।’

শুক্রবার (২৬ জুলাই) আওয়ামী লীগের কেন্দ্রীর এাণ কমিটির পক্ষ থেকে জামালপুরের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বন্যার্ত একটি লোকও যেন না খেয়ে থাকে, তাদের পাশে থেকে তা তদারকি করতে হবে। দুর্যোগ প্রবণ এলাকায় মোকাবিলা করেই আমাদের টিকে থাকতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের জন্য সরকার ঘর তৈরি করে দেবে। কৃষকদের পুর্নবাসন করা হবে, আস্থা রাখুন, বিশ্বাস রাখুন সরকার আপনাদের যা প্রয়োজন সব করবে। আগামী মৌসুমে কৃষি শস্যের মূল্য নিয়ে আর অরাজকতা অবস্থা হবে না। কৃষকদের লাভজনক করা হবে।’

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীর এাণ কমিটির সদস্য মির্জা আজম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী অসিম কুমার উকিল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রী সুজিদ রায় নন্দি, শামসুর নাহার চাপা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর