শিল্পীর পা‌শে দাঁড়ানোর প্র‌তিশ্রু‌তি‌ বি‌শিষ্টজন‌দের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-11 05:07:55

দুস্থ ও অসুস্থ শিল্পীদের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহের লক্ষে 'শিল্পীর পাশে, শিল্পীর সাথে' শীর্ষক সংগীত সন্ধ্যায় শিল্পী‌দের সহ‌যোগিতায় এ‌গি‌য়ে আসার প্র‌তিশ্রু‌তি দিয়েছেন দেশের কয়েকজন বিশিষ্ট ব্য‌ক্তি।

‌শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর গুলশানে এক‌টি হোটেলে 'শিল্পীর পা‌শে ফাউ‌ন্ডেশ‌ন'-এর আ‌য়ো‌জিত এ অনুষ্ঠা‌নে এমন প্র‌তিশ্রুত দেন আগত অতি‌থিরা।

অনুষ্ঠা‌নে বিদ্যুৎ, জ্বালানি ও খ‌নিজসম্পদ মন্ত্রী নসরুল হা‌মিদ বিপু ব‌লেন, ‘সাহসটা বড় জি‌নিস। নেতৃত্ব সেই দেয়, যে সাহসি হয়। প্রধানমন্ত্রী শিল্পী‌দের প্র‌তি অনেক হৃদয়বান। তি‌নি যখনই শু‌নে‌ছেন কোথাও কোন শিল্পী অসু‌বিধায় প‌ড়ে‌ছেন বা অসুস্থ র‌য়ে‌ছেন, সা‌থে সা‌থে ব্যস্ত হ‌য়ে প‌ড়েন তা‌কে সহ‌যোগিতা করার জন্য। আমরা অবশ্যই শিল্পী‌দের পা‌শে দাঁড়া‌ব।’

‘শিল্পীদের সম্মান না বাড়ালে সংস্কৃতির প্রসার ঘটবে না। হাজার বছরের ঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতি এমনিতেই সমৃদ্ধ। পারস্পরিক সহমর্মিতা এ সমৃদ্ধ সংস্কৃতিকে আরও ঋদ্ধ করবে।’

জাতীয় রাজস্ব বো‌র্ডের (এন‌বিআর) চেয়ারম্যান মোশারফ হো‌সেন ভূঁইয়া ব‌লেন, ‘বেসরকারিভাবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রসংশনীয়, শিল্পীদের প্রয়োজনের সময়ে সহযোগিতা অত্যন্ত কার্যকর হয়, তাই সবাইকে শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

সংগঠনটির পা‌শে দাঁড়া‌নোর আহ্বান জা‌নি‌য়ে বক্তব্য রা‌খেন শিল্পীর পা‌শে ফাউ‌ন্ডেশনের সভাপ‌তি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, বিশ্বসা‌হিত্য কে‌ন্দ্রের সভাপ‌তি ও সংগঠ‌নটির সহ-সভাপ‌তি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ, বি‌জিএমইএ এর সভাপ‌তি রুবানা হক, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নাসির ঊদ্দিন ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন শিল্পীর পা‌শে ফাউন্ডেশ‌নের মহাস‌চিব আইনজীবী ওমর সাদাত। প‌ড়ে গা‌নে গা‌নে মু‌খ‌রিত ক‌রেন সংগীত শিল্পী সা‌বিনা ইয়াস‌মিন, সৈয়দ আব্দুল হাদী, বাদশা বুলবুল, ফা‌তেমা তুজ্ জোহরা, আবেদা সুলতানা প্রমুখ।

জানা যায়, ঢাকা‌ উত্তর সি‌টি করপো‌রেশ‌নের (ডিএন‌সি‌সি) প্রয়াত মেয়র আনিসুল হ‌কের নিজ উদ্যো‌গে প্র‌তি‌ষ্ঠিত 'শিল্পীর পা‌শে ফাউ‌ন্ডেশ‌ন'। সংগঠনটি সচল রাখ‌তে অন্যদের ম‌ধ্যে প্রাণপন চেষ্টা ক‌রে যা‌চ্ছেন তার সহধর্মিনী রুবানা হক।

এ সম্পর্কিত আরও খবর