মুক্তিযোদ্ধা সংসদে ভেজাল ঢুকিয়েছেন জিয়া

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-18 14:46:48

জিয়াউর রহমানই মুক্তিযোদ্ধা সংসদে ভেজাল ঢুকিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, জিয়া মুক্তিযোদ্ধা সংসদকে তছনছ করে দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করে বাংলাদেশ জিন্দাবাদ শিখিয়ে তাদের বিজাতীয় ভাবধারায় এনেছিলেন তিনি। ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মুক্তিযোদ্ধারা গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দিতে পারেন। তারা দেশের সম্মানিত ব্যক্তি, তাই তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ‘জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা’- এ মন্তব্য করে আমির হোসেন আমু বলেন, ‘তিনি চেয়েছিলেন, যারা জীবনকে বাজি রেখে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে তাদের মধ্যে যদি একটি ভাঙন ধরানো যায়, তাহলে পাকিস্তানিরা যা চায়; সেটা বাস্তবায়ন করা যাবে।’ একই উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে সপরিবারে এবং জাতীয় চারনেতাকেও কারাগারে হত্যা করা হয় বলে অভিযোগ করেন আওয়ামী স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, জিয়াউর রহমানের আমলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছিল, পাকিস্তান জিন্দাবাদের মতো বাংলাদেশ জিন্দাবাদ শুরু করা হয়েছিল। ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক শ্যামা প্রসাদ দে। অনুষ্ঠানে ২৯২ জন মুক্তিযোদ্ধাকে চার লাখ ১৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে পল্লী উন্নয়ন বোর্ডে প্রকল্পের সদস্য ৪০ জনকে দশ লাখ টাকার ঋণ বিতরণ করেন।

এ সম্পর্কিত আরও খবর