কমলাপুর স্টেশনে মিলছে যেসব ট্রেনের টিকিট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 16:53:52

আগামী ১২ আগস্ট ঈদুল আজহার দিন ধরে বাংলাদেশ রেলওয়ে সোমবার (২৯ জুলাই) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এদিন দেওয়া হচ্ছে ৭ আগস্টরের অগ্রিম টিকিট। কমলাপুর থেকে পশ্চিম অঞ্চলে ১৪টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।

সকাল ৯টা থেকে কমলাপুর রেলস্টেশনে পশ্চিম অঞ্চলের ১৪টি ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারছেন। এছাড়া রেলসেবা অ্যাপের মাধ্যমেও অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।

কমলাপুর রেলস্টেশন থেকে যেসব ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে:

ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন- ধুমকেতু এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস।

ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেন- একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস।

ঢাকা থেকে রংপুরগামী আন্তঃনগর ট্রেন- রংপুর এক্সপ্রেস।

ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন- সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস।

ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস।

ঢাকা থেকে সিরাজগঞ্জগামী আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস।

উল্লেখ্য, ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ০১ আগস্ট ১০ আগস্টের এবং ০২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে।

গতবারের মতো এবারও কমলাপুরের বাইরে আরও চার স্থানে ট্রেনের আগাম টিকিট দেওয়া হচ্ছে। সেগুলো হলো- বিমানবন্দর স্টেশন, তেজগাঁও স্টেশন, বানানী স্টেশন ও ফুলবাড়িয়া স্টেশন (পুরাতন রেল ভবন)।

আরও পড়ুন: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, দীর্ঘ লাইন

আরও পড়ুন: তেজগাঁও স্টেশনে সুশৃঙ্খলভাবে চলছে অগ্রিম টিকিট বিক্রি

আরও পড়ুন: বিমানবন্দর স্টেশনে অগ্রিম টিকিট বিক্রিতে ভিড় নেই

এ সম্পর্কিত আরও খবর