বরিশালে ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃত্যু

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-30 16:06:38

বরিশাল শেরে-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ (শেবাচিম) হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

তারা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে আসলাম খান (২৪) এবং পিরোজপুরের কাউখালি উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে সোহেল (১৮)।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। তিনি বলেন, মৃত আসলাম খান সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ইউনিটে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়। 

অপরদিকে সোহেলকে সোমবার রাত দেড়টার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ইউনিটে ভর্তি করান তার স্বজনরা। ভোররাত পৌনে ৪টার দিকে তিনিও মারা যান।

তিনি জানান, তারা উভয়ই ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। সেখানে সঠিকভাবে চিকিৎসা না করিয়ে তারা বাড়িতে ফিরেছিলেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তারা শেবাচিমে ভর্তি হন। উন্নত চিকিৎসা দিয়েও তাদের বাঁচানো গেল না। 

এদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৪ জন রোগী চিকিৎসাধীন। বাকিরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  

এ সম্পর্কিত আরও খবর