ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি: ল্যাবএইডকে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-14 11:38:52

ডেঙ্গু রোগীদের চিকিৎসা বাবদ অতিরিক্ত ফি আদায় করায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেসরকারি হাসপাতাল ল্যাবএইডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৩০ জুলাই) অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘সকাল থেকে একাধিক হাসপাতালে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত ফি’র  বেশি নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: রক্তের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট: ১৭ লাখ টাকা জরিমানা

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার মূল্য নির্ধারণ করেছে সরকার। সরকারি সংস্থা হিসেবে বিষয়টি আমরা তদারকি করব, যেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর কাছ থেকে অতিরিক্ত খরচ আদায় করতে না পারে। সেজন্য ভোক্তার স্বার্থে আমরা এ অভিযান করছি, যাতে কেউ মানুষকে ভোগান্তিতে না ফেলে।’

তিনি আরও বলেন, ‘আমরা সকালে ল্যাব এইড হাসপাতালে অভিযান চালাই। ডেঙ্গু টেস্টে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আরও পড়ুন: পপুলারকে জরিমানা, স্কয়ারে শুনানি, ইবনে সিনায় অভিযান

স্বাস্থ্য অধিদফতরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য যেসব পরীক্ষার সরকার নির্ধারিত মূল্য হবে- ক) NS1- ৫০০ টাকা (সর্বোচ্চ), আগের মূল্য ছিল ১ হাজার ২০০ টাকা থেকে ২০০০ টাকা। খ) IgM + IgE অথবা IgM/ IgE, ৫০০ টাকা (সর্বোচ্চ), আগের মূল্য ছিল ৮০০ টাকা থেকে ১৬০০ টাকা। গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ), আগের মূল্য ছিল এক হাজার টাকা।

এ সম্পর্কিত আরও খবর