রাজ‌উকের সহকারী প‌রিচালক দুদ‌কে

ঢাকা, জাতীয়

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা‌টো‌য়ে‌ন্টি‌ফোর.কম, ঢাকা | 2023-08-22 01:09:33

রাজধানীর বনানীর এফআর টাওয়ার (ফারুক-রূপায়ণ টাওয়ার) নির্মাণে নকশা জালিয়াতি মামলায় গ্রেফতার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক শাহ মো. সদরুল আলমকে দুর্নীতি দমন কমিশনে (দুদ‌ক) আনা হ‌য়ে‌ছে। সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে তা‌কে ঢাকা সিএমএম কোর্টে তোলা হ‌বে। তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক মামলার এজাহাভুক্ত আসামি তিনি।

দুদক জানায়, গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর ভবনটির নির্মাণে অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে আসে। ফ‌লে ২৫ জুন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদিম, টাওয়ারের জমির মালিক এস এম ফারুক, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী সহ ২৩ জনের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা করে দুদক।

এ সম্পর্কিত আরও খবর