শিল্পে ঢালাওভাবে গ্যাস সংযোগ দেবে সরকার

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 23:15:10

শিল্পে নতুন গ্যাস সংযোগে আর কোনো বিধি নিষেধ থাকছে না। এখন থেকে ঢালাওভাবে সংযোগ দেওয়া হবে, তবে বিদ্যুৎ ও শিল্প অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

মঙ্গলবার (৩০ জুলাই) জ্বালানি বিভাগে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, ‘দেশে উৎপাদিত গ্যাসের সঙ্গে আমদানিকৃত ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার সক্ষমতা অর্জন করেছি। যে কারণে এখন গ্যাসের চাহিদা মোকাবেলা করা সহজ হবে।’

তবে নতুন গ্যাস সংযোগ উন্মুক্ত করা হলেও সিএনজিতে আর নতুন সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত বলবত রয়েছে। সরকার সিএনজির ব্যবহার কমিয়ে সিএনজির বিকল্প অটোগ্যাস ব্যবহারে উৎসাহ দিতে চায়।

সচিব বলেন, ‘সিএনজি সংযোগের ক্ষেত্রে যারা ডিমান্ড নোট জমা দিয়েছেন তাদের সংযোগ দেওয়া হবে। তবে আমরা তাদের বিনিয়োগ না করার জন্য নিরুৎসাহিত করব।’

গৃহস্থালি ও বাণিজ্যিক শ্রেণিতে নতুন গ্যাস সংযোগ দেওয়া আগের মতো স্থগিত থাকছে। তবে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং কারাগারে এ নির্দেশনার আওতা বহির্ভূত থাকবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর