স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-01 04:45:17

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। একই সাথে অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও এবার ঈদুল আজহার ছুটি নিতে নিরূৎসাহিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ‘ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও গুজব প্রতিরোধ সংক্রান্ত একটি পর্যালোচনা সভায়’ এসব সিদ্ধান্ত হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ মুজিবুর রহমান বলেন, ‘ঈদের ছুটি সকল কর্মকর্তাকে ঢাকায় উপভোগ করার জন্য উৎসাহিত করছি। কোনো কোনো ক্ষেত্রে ছুটি বাতিল করা হয়েছে। যেমন স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগে যেসব কর্মকর্তা সংশ্লিষ্ট, তাদের ছুটি বাতিল করা হয়েছে। আশা করব প্রশাসনের কর্মকর্তারা যথাসম্ভব ঢাকাতেই ঈদ করবেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীরা/ ফাইল ছবি

 

সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সভায় কর্মকর্তা-কর্মচারীদের আবাস ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান সচিব।

মুজিবুর রহমান বলেন, ‘সরকারি যে সব অফিস-আদালত আছে, আমাদের সব কর্মকর্তা-কর্মচারীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা নিজ নিজ উদ্যোগে কর্মস্থল ও আবাসন, এই সব জায়গায় যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়, সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।’ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা যাবে বলেও জানান তিনি।

সভায় উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দেওয়া তথ্য তুলে ধরে শেখ মুজিবুর রহমান বলেন, ‘এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যের সংখ্যা আটজন। তবে কিছু আশঙ্কাজনক কিছু রোগী থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে।’

ডেঙ্গু পরিস্থিতিকে মহামারী ঘোষণা করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে সচিব বলেন, ‘যখন একেবারেই ব্যবস্থাপনার বাইরে চলে যায়, এ রকম পর্যায়ে এখনো আসেনি। কোনো স্থানে ব্যবস্থাপনার বাইরে চলে গেছে, এ রকম কোনো তথ্য নেই।’

এ সম্পর্কিত আরও খবর