বাংলাদেশে-জাপান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 20:49:53

বাংলাদেশে ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সোয়া ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। জাপানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

তারো কোনো সোমবার (২৯ জুলাই) তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

৩১ জুলাই তার ফিরে যাওয়ার কথা রয়েছে। গত বছরের আগস্টে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। এবারে রোহিঙ্গা ইস্যু ছাড়াও জাপান ২০২৫ সালে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনের করবে, জাপার এতে বাংলাদেশের সমর্থন পেতেই চাইছে।

এছাড়া, আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে লড়তে আগ্রহী জাপান। এতেও ঢাকাকে পাশে চায় টোকিও।

এ সম্পর্কিত আরও খবর