তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 08:18:04

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৃতীয় দিনের মতো চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।

বুধবারও (৩১ জুলাই) কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল ৯টা থেকে খুলে দেওয়া হয় অগ্রিম টিকিটের কাউন্টারগুলো। তবে টিকিট প্রত্যাশীরা মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই কমলাপুরে জড়ো হতে থাকেন বলে জানান।

বুধবার সকালে কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রির তৃতীয় দিনে এমন দৃশ্য দেখা যায়। আজ ৯ আগস্টের টিকিট বিক্রি করা হয়েছে।

এদিকে সকাল ৬টা থেকে রেল সেবা অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। তবে রেল সেবা অ্যাপ নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন সার্ভার অনেক স্লো, অ্যাপে প্রবেশ করতে পারছেন না। আবার অনেকেই বলছেন অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পেরেছেন।

টিকিট কাটতে আসা যাত্রী হিমেল আহমেদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘বেনাপোল যাওয়ার জন্য বেনাপোল এক্সপ্রেসের অগ্রিম টিকিট কাটতে এসেছি। তবে ৯ তারিখের টিকিটের চাপ বেশি থাকায় তা না পাওয়ার সম্ভাবনাই বেশি। স্টেশন কর্তৃপক্ষ যদি সকাল ৯টায় টিকিট দেওয়ার পরিবর্তে আরও সকালে দিত, তাহলে টিকিট প্রত্যাশীদের রাত থেকে অপেক্ষা করা এই লাইন কমে যেত।’

অগ্রিম টিকিট হাতে পাওয়া আফিয়া ফারজানা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ঈদের অগ্রিম টিকিট কাটার জন্য আমি মঙ্গলবার সন্ধ্যায় এসেছি। কাঙ্ক্ষিত টিকিট পেয়ে ভালো লাগছে। আমি সকালে অনলাইনে চেষ্টা করেছিলাম, কিন্তু সেখান থেকে টিকিট কাটতে পারিনি।’

অগ্রিম টিকিট কাটতে আশা এনামুল হক নামে এক যাত্রী বলেন, ‘দীর্ঘক্ষণ চেষ্টার পরে রেল সেবা অ্যাপের মাধ্যমে দুটি টিকিট কাটতে পেরেছি। তবে এদের সার্ভার অনেক স্লো।’

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, আজ ১০টা কাউন্টার থেকে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। ৯ আগস্টের ট্রেনের অগ্রিম টিকিটের চাহিদা অনেক বেশি। যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণ যাত্রীদের তা দেয়া হবে।

উল্লেখ্য, আগামী ১ ও ২ আগস্ট দেওয়া হবে ১০ ও ১১ আগস্টের অগ্রিম টিকিট। কমলাপুর রেলস্টেশনের বাইরে বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন, ফুলবাড়িয়া (পুরাতন ভবন) থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর