রমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৮ ডেঙ্গু রোগী ভর্তি

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম,রংপুর | 2023-08-29 03:56:30

প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮জন ডেঙ্গু জ্বরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে ৫৮জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী রমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের বিভিন্ন ওয়ার্ডে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ৭ জন মহিলা, ৪৬ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। আক্রান্তদের ৫ জন ছাড়া বাকি সবাই ঢাকা থেকে ডেঙ্গু জ্বর নিয়ে বাড়ি ফেরার পর হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই থেকে ৩১ জুলাই সকাল পর্যন্ত ১২ জন শিশু ও মহিলাসহ মোট ৬৩ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৫ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকিদের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আক্রান্তদের সবার বাড়ি রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও দিনাজপুর জেলায়।

সরেজমিনে দেখা গেছে, রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের পাঁচটি ওয়ার্ডে জ্বরে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে জায়গা সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে পেয়িং ওয়ার্ড খালি করে সেখানেও ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে।

স্বজনরা জানান, ঢাকায় থাকা অবস্থায় তাদের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা হয়। পরে কিছুটা সুস্থ হওয়ার পর রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়। মেডিকেলে ভর্তি রোগীদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক কোচিং এ পড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ী রয়েছেন।

এদিকে নতুন করে ভর্তি হওয়া রোগীদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে ডেঙ্গু জ্বর শনাক্ত করাসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে পারছেন না। চিকিৎসকরাও বিকেলের পর রোগীদের খোঁজখবর নিচ্ছেন না। নার্স এবং ইন্টার্ন চিকিৎসকরা ছাড়া আর কাউকে সন্ধ্যার পর থেকে পাওয়া যায় না।

মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেবন্দ্র নাথ সরকার বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ডেঙ্গু শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে রোগীর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা থাকায় পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর