রংপুরে ঝোপঝাড় পরিষ্কার করলেন আ’লীগ নেতারা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-26 16:08:53

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এডিস মশা, ডেঙ্গুর প্রকোপ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও র‌্যালি করেছে আওয়ামী লীগ।

বুধবার (৩১ জুলাই) দুপুরে রংপুর মহানগরীর কেরামতিয়া মসজিদ সংলগ্ন এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। 

রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কেরামতিয়া মসজিদ এলাকাসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কারের পাশাপাশি ময়লা আবর্জনা সরিয়ে ফেলা হয়। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি থেকে নগরবাসীকে বাড়ির ঝোপঝাড় ও ডোবা-নালাসহ আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

এতে আরও উপস্থিত ছিলেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাজেদ আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাভোকেট আনোয়ারুল ইসলাম, মোতাহার হোসেন মন্ডল মওলা, দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, প্রচার সম্পাদক রোজি রহমান, মহিলা বিষয়ক সম্পাদক লতিফা শওকত, জেলা মহিলা আ’লীগের সভাপতি মরতুজা মনছুর প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর