ভোক্তা অধিকারের ভুয়া ম্যাজিস্ট্রেটসহ আটক ৫

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 12:30:01

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বউবাজারে অভিযান চালানোর সময় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী এক নারীসহ ৫ প্রতারককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) বিকেলে তাদের আটক করা হয়। বার্তাটোয়েন্টিফোর.কমকে এ খবর নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।

জানা যায়, বউবাজারে একটি বেকারিতে অভিযান চলাকালে ভোক্তা অধিকারের কর্মকর্তাদের দেখে সন্দেহ হয় বেকারি মালিকের। পরে তিনি তেঁজগাও শিল্পাঞ্চল থানা পুলিশকে ফোন করেন।

খবর পেয়ে পুলিশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সঙ্গে যোগাযোগ করলে অধিদফতর জানায়, তেজগাঁওয়ে তাদের কোন অভিযান চলছে না, তাদের টিম পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় অভিযান চালাচ্ছে। এরপর ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচ ব্যক্তিকে আটক করে পুলিশ।

আটকরা হলেন—মো. আরিফুর রহমান (৩৩), মো. আব্দুল জলিল (২৮), আশিষ বর্মণ (৩৮), মো. নবী হোসেন (৩০) ও পপি মজুমদার (৩২)।

এদের আটকের খবর নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম হাওলাদার।

তিনি জানান, বিকেলে ভোক্তা অধিকারের ফোন পেয়ে অভিযানের ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। আটক ৫ জনের দাবি তারা ক্রাইম পেট্রোল নামে একটি পত্রিকার সাংবাদিক। তারা পুলিশকে সেই পত্রিকার পরিচয়পত্র দেখান। পুলিশ সেই পত্রিকার সম্পাদককে ফোন দেয়। সম্পাদক তাদের চেনেন না বলে জানান। এরপরই তাদের আটক করা হয়।

এসআই শ্রীধাম আরও জানান, আটকদের বিকেল ৫টার দিকে থানায় আনা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

এ সম্পর্কিত আরও খবর