তৃণমূলে উন্নয়ন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্পিকার

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-25 19:43:32

শহর বা নগর কেন্দ্রিক নয়, সারাদেশে তৃণমূল পর্যায়ে উন্নয়ন সুবিধা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেছেন, ‘সারাদেশের ন্যায় পীরগঞ্জেও উন্নয়নের ছোঁয়া আজ দৃশ্যমান। পীরগঞ্জবাসী উন্নয়ন সুবিধা পেতে শুরু করেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। একজন মানুষও গৃহহীন থাকবে না।’

বুধবার (৩১ জুলাই) বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত আশ্রয়ণ-২ ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতর ও পীরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৯’ এর উদ্বোধন করেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজিজুর রহমান রাঙ্গা, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রীনা, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার।

এরপর স্পীকার প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও অন্যান্য সহায়ক উপকরণ, বইপড়া প্রতিযোগিতায় বিজয়ী ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, বিতরণ ও ‘পীরগঞ্জ উপজেলা ডায়েরি’র মোড়ক উন্মোচন করেন।

এছাড়াও বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক, ভাতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পরে স্পিকার পীরগঞ্জ পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর