'মানু‌ষের সিদ্ধান্তের স্বাধীনতা কে‌ড়ে নি‌চ্ছে রোবট'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 00:48:27

মানু‌ষের সিদ্ধান্তের স্বাধীনতা কে‌ড়ে নি‌চ্ছে রোবট, এমন দা‌বি তু‌লে ঘাতক রোবট নিষিদ্ধ করার দা‌বি জা‌নি‌য়ে‌ছে 'চেঞ্জ মেকার: সোসাই‌টি ফর সোস্যাল অ্যান্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট' না‌মের এক‌টি সংগঠন।

বৃহস্পতিবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লা‌বের তোফাজ্জাল হো‌সেন মা‌নিক মিয়া হ‌লে আ‌য়ো‌জিত ঘাতক রোবট নি‌ষি‌দ্ধের দা‌বি‌তে আয়োজিত ক্যাম্পেইন থে‌কে এসব তথ্য জানা‌নো হয়।

সংগঠন‌টির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ তাম‌জিদ উর রহমান ব‌লেন, 'আগামীতে যুদ্ধের সময় একটা বড় পরিবর্তন আস‌বে। যন্ত্র‌কে বিচারের আওতায় আনার কোনো সু‌যোগ আছে কি না? রোবটকে বিচা‌রের আওতায় আনার সু‌যোগ নেই। এ বিষয়টা‌কে নিয়ে একটা লিগ্যাল ফ্রেম তৈরি কর‌তে হ‌বে। আগে থে‌কে মানুষ মারার চিন্তা না ক‌রে, মানু‌ষের উপকা‌রের প্র‌তি দৃষ্টি দেওয়া দরকার।'

‌তি‌নি ব‌লেন, 'যারা রোবট তৈরি কর‌ছে তা‌দের আটকা‌নোর কোনো আইন নেই। সে বল‌বে রোবট‌কে ধ‌রেন। আর এদিকে সে আবার হাজার হাজার রোবট‌কে প্রোগ্রাম দি‌য়ে রেখেছেন। তাই আমা‌দের দা‌বি, ঘাতক রোবটগু‌লো নিষিদ্ধ কর‌তে হ‌বে। আমরা এমন কিলার রোবট চাই না। টেক‌নোল‌জি হ‌বে মানু‌ষের মঙ্গলের জন্য।'

‌তি‌নি আরও ব‌লেন, 'রোবট কোথায় ব্যবহার হ‌বে সেটার একটা নীতিমালা কর‌তে হ‌বে। মানু‌ষের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রোব‌টের হা‌তে তথা যন্ত্রের হা‌তে দি‌তে চাই না। কিলার রোবট এখনো বাংলা‌দে‌শে উদ্ভাবন হয়‌নি। কিন্তু বি‌শ্বের অ‌নেক জায়গায় এটার ব্যবহার শুরু হ‌য়ে‌ছে। আমরা এই ক্যা‌ম্পেইন থে‌কে কিলার রোবট বন্ধ করার দা‌বি তুল‌ছি। একই সঙ্গে বাংলা‌দেশ সরকার‌কেও এ বিষ‌য়ে সতর্ক থাকার আহ্বান জানা‌চ্ছি।'

এ সময় বক্তব্য রা‌খেন বাংলা‌দেশ সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভু‌লেশ‌নের (বি‌ডি‌ফোরআইআর) সভাপ‌তি আবুল কা‌শেম খান, ইনস্টিটিউট অব কমিউনিকেশ‌নেরের এক্সিকিউটিভ ডি‌রেকটর নাইমা না‌র্গিস, কনসালটেন্ট হা‌সিনা জামান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর