সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহতা থাকবে না: সাঈদ খোকন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 15:28:53

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, 'আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। বর্তমানের এই ভয়াবহ অবস্থা থাকবে না।’

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর বেইলী রোডে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে মশক নিধনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, 'সকল শক্তি দিয়ে কাজ করে যাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকরি বিষয় হচ্ছে জনগণের সচেতনতা ও তাদের অংশগ্রহণ। জনসচেতনতা ও সরকারের উদ্যোগ এ দুটির সমন্বয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।’

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে যে সকল কার্যক্রম অব্যাহত রেখেছি তাতে আল্লাহর মেহেরবানিতে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সাপ্তাহের মধ্যে আমরা ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব।’

ওষুধ ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'আজকে হাইকোর্টের একটি বেঞ্চে এ নিয়ে শুনানি হচ্ছে। আদালত আমাদের যে আদেশ দেবেন সে অনুযায়ী আমরা কাজ করব।'

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের বাসা-বাড়ির আঙিনা পরিষ্কার রাখার অনুরোধ করেন মেয়র। অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬টি স্কুলের মধ্যে মশা নিধন উপকরণ বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর