ডেঙ্গুতে মৃত নওগাঁর শিক্ষকের স্ত্রী আইসিইউতে

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-30 06:33:47

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই রাতে মারা যান নওগাঁর আত্রাইয়ের আহসানউল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ (৭৫)। ২৫ জুলাই তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়। দুই দিন পর ২৮ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন আব্দুল ওয়াহেদের স্ত্রী আকিকুন্নাহার (৬৫)।

ঐদিন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর ২৯ জুলাই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আকিকুন্নাহারকে ঐদিন রাতেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। প্রায় ৫০ ঘণ্টা ধরে তিনি আইসিইউতে রয়েছেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক কলেজ শিক্ষার্থী/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

এদিকে, বাবা হারানোর পর মায়ের অবস্থাও সংকটাপন্ন হওয়ায় ভেঙে পড়েছেন তাদের ছেলে বদলগাছী উদ্যান তত্ত্ববিদ আ.ন.ম আনোয়ারুল হাসান সহ স্বজনরা। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডে একটি বেডে বসে আছেন আনোয়ারুল হাসান। তার মায়ের শারীরিক অবস্থা কেমন, জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙে পড়েন।

তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘ছোট ভাই ঢাকায় বাংলাদেশ টেলিভিশনে চাকরি করে। ভাইয়ের ছেলে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তাকে দেখতে গত ১৪ জুলাই ঢাকায় যান বাবা। ২০ জুলাই রাত থেকে বাবার শরীরে জ্বর শুরু হয়। পরে ২২ জুলাই হাসপাতালে পরীক্ষা করে জানা যায়, বাবা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।’

আকিকুন্নাহারের বর্তমান অবস্থা সম্পর্কে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘রোগীর অবস্থা বেশ গুরুতর। তিনি এখনও শঙ্কামুক্ত নন। আরও ৪৮ ঘণ্টা পর তার অবস্থা জানানো সম্ভব হবে।’

এদিকে, রাজশাহীর আট জেলায় বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটা পর্যন্ত ৩৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৯৪ জুন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। চিকিৎসাধীন রয়েছেন ২৫৩ জন। বৃহস্পতিবার রাতে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য।

তিনি বলেন, ‘ঈদে ঢাকা থেকে মানুষ উত্তরের জেলাগুলোতে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে। এজন্য সব জেলা সদরের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর