ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ১৬৮

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-09-01 00:28:55

সারাদেশের মতো মময়মনসিংহেও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে। এদের মধ্যে রয়েছে ১০ শিশু। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৩৪ জন রোগী।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবিএম শামছুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

ডা. শামছুজ্জামান বলেন, ২১ জুলাই থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৩৭ জন। এছাড়াও ৭টি ওয়ার্ডে চিকিৎসাধীন সব রোগীর অবস্থা উন্নতির দিকে। প্রত্যেককে আলাদাভাবে মশারি, স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।

তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত সবাই ঢাকা থেকে এসে এখানে ভর্তি হয়েছেন। ময়মনসিংহে অবস্থানকারী কেউই এ জ্বরে আক্রান্ত হয়নি।

এ সম্পর্কিত আরও খবর