শেষ দিনে কমলাপুরে টিকিট প্রত্যাশীদের ভিড় কম

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 05:35:44

সাপ্তাহিক ছুটির দিনে কমলাপুর থেকে পশ্চিমাঞ্চলগামী অগ্রিম টিকিট কাউন্টারের সামনে গত চার দিনের তুলনায় কম ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (২ আগস্ট) রাজধানীর কমলাপুর স্টেশনে শেষ দিন অর্থাৎ পঞ্চম দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, পঞ্চম দিনে পাওয়া যাচ্ছে ১১আগস্টের অগ্রিম টিকিট। সকাল ৯টা থেকে ১০টি কাউন্টারে ট্রেনের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। উত্তরাঞ্চলগামী রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ও পশ্চিমঅঞ্চলগামী সুন্দরবন এক্সপ্রেস টিকিটের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।

এদিকে, সকাল ৬টা থেকে অ্যাপসের মাধ্যমে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার ১০ হাজার ৬৩৬টি টিকিট অ্যাপসের মাধ্যমে বিক্রি করা হবে। সকাল ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত রেল সেবার অ্যাপে মোট ৫ হাজার ২৪৮টি টিকিট বিক্রি হয়েছে।

এছাড়া কমলাপুর রেলস্টেশনের কাউন্টার থেকে ১৮ হাজার ৬৩৬টি পশ্চিমাঞ্চলগামী বিভিন্ন ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হবে।

এই প্রসঙ্গে কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তা বাহিনীর এসআই শামিম বার্তাটোয়েন্টিফোর. কমকে বলেন, ‘গত চার দিনের তুলনায় কমলাপুর রেলস্টেশনে আজকে টিকিট প্রত্যাশীদের ভিড় কমেছে। অন্যান্য দিন রাত গড়িয়ে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে টিকিট প্রত্যাশীদের লাইন স্টেশনের বাইরে চলে যায়, কিন্তু ছুটির দিন হওয়া সত্ত্বেও টিকিট প্রত্যাশীদের লাইন আজ খুব বড় হয়নি।’

টিকিট কাটতে আসাম রাজু আহমেদ বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, ‘যেহেতু অন্যান্য দিনের তুলনায় ভিড় আজ একটু কম। তাই টিকিট পেতে কোনো সমস্যা হবে না। বৃহস্পতিবারও টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু কাল টিকিট না পেয়ে বাধ্য হয়ে আজ আবার ১১ তারিখের টিকিট কাটতে এসেছি।’

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার আমিনুল হক বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম আজ আমাদের শেষ হবে। ৮ এবং ৯ আগস্টের টিকিটের সবচেয়ে বেশি চাহিদা ছিল যাত্রীদের।’

এ সম্পর্কিত আরও খবর