মুক্তিযোদ্ধার সন্তানদের আলোর মিছিল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 08:24:32

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, ঘাতক-দালাল নির্মূল করা ও গুজব রটনার প্রতিবাদে ‘আলোর মিছিল’ করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর ব্যানারে একদল মুক্তিযোদ্ধার সন্তান মশাল হাতে নিয়ে মিছিল বের করেন।

মিছিল থেকে জোরালো কণ্ঠে মুক্তিযোদ্ধার সন্তানরা আওয়াজ তোলেন—এই মাটিতে কোন ঘাতক-দালালের স্থান হবে না। যারা দেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে সেইসব দালালদের দেশ থেকে বিতাড়িত করব। দেশ স্বাধীন হওয়ার পরেও যেসব ঘাতকরা এখনও দেশের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আলোর মিছিল চলবে।

কর্মসূচির আয়োজনকরা আরও বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের মূল অঙ্গীকার। যেসব ঘাতক-দালাল মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব ঘাতক-দালালদের কঠোরহস্তে নির্মূল করা।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত আলোর মিছিল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা।

এ সম্পর্কিত আরও খবর