সেপ্টেম্বরে ঢাকা-রংপুর রুটে ২টি ট্রেন চালু

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-24 07:55:18

আগামী মাসের শুরুতেই ঢাকা-রংপুর রুটে আরও দুটি ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে আকস্মিকভাবে রংপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, 'আগামী সেপ্টেম্বর মাসের শুরুতেই ঢাকা-রংপুর রুটে আরো ২টি ট্রেন চালু করা হবে। রংপুর থেকে পার্বতীপুর হয়ে আন্তঃনগর ট্রেনটি সরাসরি ঢাকায় যাতায়াত করবে। এর মধ্যে একটি হবে নন স্টপ ট্রেন। এছাড়া রংপুর থেকে বগুড়া হয়ে আরও একটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।'

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলমন্ত্রী

 

এসময় তিনি বলেন, 'রংপুর থেকে দীর্ঘদিন ধরে একটি মাত্র আন্তঃনগর ট্রেন চলাচল করছে। বিষয়টি নিয়ে রংপুরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দুটি ট্রেনের ব্যবস্থা করেছেন।'

মন্ত্রী বলেন, 'এবারের বন্যায় গাইবান্ধায় ৭ কিলোমিটার রেলপথ পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। একারণে রেল যোগাযোগও বন্ধ ছিল। গত ১৭ জুলাই থেকে সেখানে একটি ট্রেন আটক ছিল। ট্রেনটি উদ্ধার করা হয়েছে। ঈদের আগেই ক্ষতিগ্রস্ত রেলপথে ট্রেন চলাচল শুরু হবে।' 

এসময় রংপুর রেলওয়ে ষ্টেশনের জরাজীর্ণ দশা দেখে হতাশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, 'রেলের জায়গায় অবৈধ দোকান পাট উচ্ছেদ করতে হবে। রেল কর্মকর্তাদের এ ব্যাপারে সজাগ হতে হবে। সরকার রংপুরে আন্তর্জাতিক মানের রেল ষ্টেশন নির্মাণের পরিকল্পনা নিয়েছে।'

এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুলসহ রেল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর