বিএসএমএমইউতে ডেঙ্গু রোগী ভর্তি ১৪৩ জন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 12:50:24

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪৩ রোগী জন ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন দুইজন এবং এইচডিইউতে আছে আটজন।

শনিবার (৩ আগস্ট) বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সকালে হাসপাতাল ঘুরে জানা যায়, বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন ২৮৩ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর বেড সংখ্যা বাড়িয়ে ১৫০ করা হয়েছে। একই সঙ্গে তাদের জন্য আলাদা সেল করা হয়েছে।

আরও জানা যায়, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ হাসপাতালে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত দুই জন। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৭ জন।

এ সম্পর্কিত আরও খবর