ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 02:45:46

বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের দেখতে তিনি এ কথা জানান।

ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কতজন মারা গেছে তার সঠিক হিসেব জানা নেই। মৃতের সঠিক হিসেব জেনে আপনাদের জানাতে পারব । তবে এখন পর্যন্ত ১৪ থেকে ১৫ জন এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।’

প্রাইভেট হাসপাতালগুলোতে কিটস সংকট দেখিয়ে রক্ত পরীক্ষা না করে ফেরত পাঠানো হচ্ছে, এ বিষয়ে স্বাস্থমন্ত্রী বলেন, ‘যেসব বেসরকারি হাসপাতাল এই কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কোনো ধরনের টেস্টিং সরঞ্জামের অভাব হবে না। যখন যা লাগবে ওষুধ প্রশাসন তা দিয়ে দেবে। আমরা ওষুধ প্রশাসনকে সেভাবেই নির্দেশনা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন। আমার সাথে উনার কাল কথা হয়েছে। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডেঙ্গুর বিষয়ে আলাদা সেল করা হয়েছে। সারা দেশের সাথে ২৪ ঘণ্টা যোগাযোগ করা হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।’

জনগণের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এখন আমরা বলতে পারি ডেঙ্গুর রেটটা ওইভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় যেন স্বাস্থ্য সেবা দিতে পারে, তার ব্যবস্থা আমরা নিয়েছি । মশা ঘরের ভেতরে আছে, যার ঘর তাকেও সচেতন হতে হবে ,দেশবাসীকে সচেতন হতে হবে, যার যার ঘর তাকে মশা মারার স্প্রে ব্যাবহার করতে হবে। নিজের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। আমি দেশবাসীকে জানাতে চাই এখনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। সকলে মিলে একটাই কাজ করছি যাতে ডেঙ্গু থেকে দেশবাসীকে রক্ষা করতে পারি। চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ রাখতে পারি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে মশক নিধন অভিযান চালানোর জন্য। সরকারের পাশাপাশি আমাদের দলের এই কার্যক্রম শুরু হয়ে গেছে। দেশের মানুষের স্বাস্থ্যের বিষয়ে আমরা মনোযোগী হচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর