দুই সিটি করপোরেশনের ছুটি বাতিল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 07:28:14

সারাদেশে মশক নিধন অভিযান যথাযথ বাস্তবায়ন ও তদারকির জন্য স্থানীয় সরকার বিভাগ ও দুই সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে সরকার। একই সঙ্গে অন্যান্য বিভাগের কর্মীদের এবার ঈদুল আজহার ছুটি নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব এরশাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, ইতোমধ্যে ছুটিতে ভ্রমণকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব-উদ্যোগে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অফিস আদেশটিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীতে এডিস মশার বংশবিস্তারের কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগের সংক্রমণ হতে নাগরিকদের রক্ষায় স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজনন বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লাভা ও মশা নিধন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া গতিশীল করতে এই ছুটি বাতিল করা হলো বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর