রমেক হাসপাতালে ১৬ দিনে ১১২ ডেঙ্গু রোগী ভর্তি

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-31 12:44:01

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১৬ দিনে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ১১২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২০ রোগী চিকিৎসা নিয়ে চলে গেছে। বর্তমানে হাসপাতালে ৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (৩ আগস্ট) দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত নতুন কোনো রোগী ভর্তি হননি। হাসপাতালের মেডিসিন বিভাগের পাঁচটি ওয়ার্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই থেকে ৩ আগস্ট বিকেল পর্যন্ত ১৫ জন শিশু ও ১১ জন নারীসহ মোট ১১২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২০ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকিদের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আক্রান্তদের সবার বাড়ি রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও দিনাজপুর জেলায়।

সরেজমিনে দেখা গেছে, রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের পাঁচটি ওয়ার্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে জায়গা সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে পেয়িং ওয়ার্ড খালি করে সেখানেও ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে।

স্বজনরা জানান, ঢাকায় থাকা অবস্থায় রোগীদের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা হয়। পরে কিছুটা সুস্থ হওয়ার পর রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়। মেডিকেলে ভর্তি রোগীদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক কোচিংয়ে পড়া শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ী রয়েছেন।

এদিকে নতুন করে ভর্তি হওয়া রোগীদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে ডেঙ্গু জ্বর শনাক্ত করাসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে পারছেন না। বাইরে নানা অজুহাতে সরকার নির্ধারিত পরীক্ষা ফি ৫০০ টাকার বেশি নেয়া হচ্ছে।

রমেকের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেবন্দ্র নাথ সরকার বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ঈদ ঘনিয়ে আসায় রোগীর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর