মন্ত্রী-সচিবরা পাচ্ছেন দামী স্মার্টফোন, আনলিমিটেড টকটাইম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-09-01 00:35:49

ঢাকা: পঁচাত্তর হাজার টাকা মূল্যের দামী স্মার্টফোন আর আনলিমিটেড ইন্টারনেট ও টকটাইম পেতে যাচ্ছেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, মন্ত্রীপরিষদ সচিব, সচিব ও সিনিয়র সচিবরা।

জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারাও আনলিমিটেড ইন্টারনেট ও টকটাইমের সুবিধা ভোগ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (২১ মে) মন্ত্রীসভার বৈঠকে 'সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা, ২০১৮' খসড়া উপস্থাপিত হবে। সেটিতেই উল্লেখ রয়েছে উপরের বিষয়গুলো।

এছাড়া যুগ্ম সচিব, উপ সচিবরা ১,২০০ টাকা থেকে ৩,৮০০ টাকা পর্যন্ত ফোন ভাতা পাবেন।

খসড়াও আরও বলা হয়েছে, উপরোল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও পুলিশের মহাপরিদর্শক, পরিকল্পনা কমিশনের সদস্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও শ্রম ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যদের জন্যও ইন্টারনেট এবং টকটাইমের কোন ব্যয়সীমা থাকছে না।

প্রাধিকার না থাকলে সরকারি টেলিফোন ব্যবহার করা যাবে না বলেও উল্লেখ রয়েছে খসড়ায়। এ ধারার ব্যতয় ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর