মশারি পরে রাস্তায় মোটরসাইকেল চালক!

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 08:39:41

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না এডিস মশার কামড় থেকে। সরকারের বিভিন্ন সংস্থার এখন মূল এজেন্ডা এডিস মশা নিয়ন্ত্রণ করা। সরকার বর্তমান অবস্থাকে মহামারি ঘোষণা না করলেও হাসপাতালগুলোতে তিল ধারণের যেন ঠাঁই নেই। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর আসছে। আবার মৃত্যুর খবরও আসছে।

তাই নিজেকে এডিস মশার কামড় থেকে বাঁচাতে শরীরে মশারি জড়িয়ে রাস্তায় নেমেছেন এক মোটরসাইকেল চালক। বনানী হয়ে গুলশান-২ যাওয়ার পথে এমনই এক মোটরসাইকেল চালককে দেখা যায়। যার নাম রিয়েল। গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেডের ক্রিয়েটিভ বিভাগে কাজ করেন তিনি।

এভাবে শরীরে মশারি জড়িয়ে রাস্তায় নামায় মানুষের কৌতূহলের কমতি ছিল না তাকে নিয়ে। অনেকেই তার কাছে জানতে চান এই উদ্যোগের কথা। এসময় তিনি বলেন, ‘মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন। মানুষ যাতে মশারি পরে, সে বিষয়ে উদ্বুদ্ধ করতে আমার এই উদ্যোগ।’

এ সম্পর্কিত আরও খবর