শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন শেখ হাসিনা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-09-01 15:00:28

ঢাকা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে আগামী ২৫ মে পশ্চিমবঙ্গ সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শান্তি নিকেতনের ঐ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও উপস্থিত থাকার কথা রয়েছে।

দায়িত্বশীল সূত্রে জানা যায়, শান্তি নিকেতনে ভবন উদ্বোধন শেষে হতে পারে বাংলাদেশ-ভারত একান্ত দ্বি-পাক্ষিক বৈঠক। সেখানে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও উপস্থিত থাকতে পারেন বলেও জানা যায়।

২৫ মে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম শান্তি নিকেতন দিয়েই পশ্চিমবঙ্গ সফর শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রহেই দ্বি-পাক্ষিক বৈঠকের সম্ভবনা রয়েছে। এরপর শান্তি নিকেতন থেকে কলকাতার তাজ বেঙ্গল হোটেলে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতার পার্টিতে ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতাও উপস্থিত থাকতে পারেন।

এছাড়া, ২৬ মে বর্ধমান জেলার আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিনার হাতে সম্মানসূচক ‘ডি লিট’ তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

 

এ সম্পর্কিত আরও খবর