এখনো হাসপাতালে চিকিৎসাধীন ৭৬৫৮ ডেঙ্গু রোগী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 03:52:08

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ বছর এখন পর্যন্ত ২৭ হাজার ৪৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৭৬১ জন। এখনো দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭ হাজার ৬৫৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত হিসাবে এসসব তথ্য জানা গেছে।

হিসাবে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও নতুন করে ২ হাজার ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে শুধু রাজধানীর হাসপাতাল গুলোতেই ভর্তি হয়েছে ১ হাজার ১৪৮ জন। ঢাকার বাইরে ৬৪ জেলা হাসপাতালে ভর্তি আছে ৯০৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে, রোববার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫ জন। যা গতকালের তুলনায় প্রায় ২০০ জন বেড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম ইনচার্জ ডা. আয়েশা সিদ্দিকা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আজকের তথ্য অনুযায়ী রাজধানীর বাইরে ৬৪ জেলা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। ঢাকার বাইরের এই সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।’

২৪ ঘণ্টার হিসাব বলছে, ঢাকা বিভাগে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২২১ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, চট্রগ্রাম বিভাগে ১৮০ জন, খুলনা বিভাগে ১৫০ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, রংপুর বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগে ৯৯ জন, সিলেট বিভাগে ৩৬ জনসহ সর্বমোট ৯০৬ জন।

এদিকে সরকারি তথ্য মতে, এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৮ জন। তবে রোববার পুলিশের অতিরিক্ত আইজিপির স্ত্রীসহ বেসরকারি হিসাবে এখন পর্যন্ত প্রায় ৬০ জনের অধিক ডেঙ্গু রোগে মৃত হয়েছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর