ডেঙ্গু পরীক্ষার কিটে ভ্যাট প্রত্যাহার

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 01:02:14

সহজে ও স্বল্প মূল্যে আমদানি ও ক্রয়ের লক্ষ্যে ডেঙ্গু রোগ পরীক্ষার কিটে সব ধরনের ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ডেঙ্গু পরীক্ষায়- ডেঙ্গু রি-এজেন্ট, প্লাটিলেট ও প্লাজমার কিটের ওপর থেকে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও আগাম আয়করে অব্যাহতি দিয়েছে সরকার।

সোমবার (৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'ওষুধ প্রশাসন অধিদফতর অনুমোদিত পরিমাণ পণ্য আমদানিতে এ সুবিধা কার্যকর হবে। পণ্যগুলো মানসম্মত কিনা তা মনিটরিং করবে ওষুধ প্রশাসন অধিদফতর। এ সুবিধা ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।'

এ সম্পর্কিত আরও খবর