অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা, জাতীয়

Ferdous MJ | 2023-08-22 14:56:25

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১০ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—বিসমিল্লাহ বেকারি, খাঁজা ফুড অ্যান্ড প্রোডাক্ট, মধুমিতা বিস্কুট অ্যান্ড প্রোডাক্ট ও রুহি ব্রেড অ্যান্ড বিস্কুট।

সোমবার (৫ আগস্ট) বিকেলে র‌্যাব-২ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

এ বিষয়ে র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিসমিল্লাহ বেকারি, খাঁজা ফুড অ্যান্ড প্রোডাক্ট, মধুমিতা বিস্কুট অ্যান্ড প্রোডাক্ট এবং রুহি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করেন সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

পরে বেকারি চারটিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর