মমেকে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সেমিনার

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-26 00:35:32

ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ডেঙ্গু প্রতিরোধ, সাম্প্রতিক প্রবণতা ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত মেডিকেল কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের আয়োজন করে সোসাইটি অব মেডিসিন, ময়মনসিংহ। এতে জেলার চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

সেমিনারে ডেঙ্গুর আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা চিকিৎসকদের সামনে উপস্থাপন করেন মমেকের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. মহিউদ্দিন খান মুন ও জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ ওয়াহিদুর রহমান। এসময় মাঠ পর্যায়ে রোগীর চিকিৎসা কার্যক্রম পরিচালনার উপরে আলোচনা করেন তারা।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রফেসর ডা. মোহাম্মদ টিটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আবুল কাশেম, মমেকের উপাধ্যক্ষ ডা. এ.কে.এম আবুল হোসাইন, বিএমএ’র সভাপতি ডা. মো. মতিউর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. এইচ.এ গোলন্দাজ (তারা)। স্বাগত বক্তব্য দেন- মমেকের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরুল হাসান।

এ সম্পর্কিত আরও খবর