হজযাত্রীদের মুখে স্প্রে করায় মশক নিধনকর্মী বরখাস্ত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 22:18:10

হজযাত্রীদের মুখে মশার ওষুধ স্প্রে করার অপরাধে মোহাম্মদ হুমায়ূন কবির নামে এক মশক নিধন কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

গত ৩ আগস্ট আশকোনা হজ ক্যাম্পে হাজযাত্রীরা ম্যাটস বিছিয়ে শুয়ে আছেন, কেউবা আছেন বসে। এরই মধ্যে একজন মশক নিধন কর্মী সেখানে এসে যাত্রীদের মুখের উপর মশার ওষুধ ছেটাতে থাকেন।

মুহূর্তেই চারিদিকে ধোয়ায় আচ্ছন্ন, অন্ধাকার হয়ে যায়। সেই ধোয়া গিয়ে পড়ে সেইসব হজযাত্রীদের মুখে। এই ধোয়া থেকে বাঁচতে হজযাত্রীরা কেউবা নাক মুখ ধরে রাখেন কেউবা সরে যেতে চেষ্টা করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে করে ব্যাপক সমালোচনায় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম।

এ সম্পর্কিত আরও খবর