ডেঙ্গু মোকাবিলায় ঢামেকে ৫০টি আইসিইউ বেড বাড়ানোর সিদ্ধান্ত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 07:17:54

সংকটাপন্নদের ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ৫০টি বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (৬ আগস্ট) মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার একটি সভায় ঢাকা মেডিকেলে আইসিইউ বেড বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন,  স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, সমীর কান্তি সরকার, পরিচালক (এমআইএস) ডা. সত্যকাম চক্রবর্তী, লাইন ডিরেক্টর (হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট) ডা. এমএম আকতারুজ্জামান প্রমুখ।  

সভার অন্য সিদ্ধান্তগুলো হলো- ঈদের ছুটিতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে সারা দেশে কমিউনিটি ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক সেবা চালু রাখতে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক নিশ্চিত করা, সরকারি-বেসরকারি হাসপাতালের হেল্প ডেস্ক খোলা রাখা এবং জেলা উপজলো পর্যায়ে ডেঙ্গু রোগীদের স্থানীয় জাতীয় গাইড লাইন অনুযায়ী চিকিৎসা প্রদান করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর