অল্পের জন্য রক্ষা পেলো ঢাকাগামী প্লেন, আহত ৫২

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক | 2024-01-12 15:57:02

ঢাকা: সৌদি আরবের মক্কা থেকে ঢাকাগামী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি প্লেন উড্ডয়নের পর কারিগরী ত্রুটির কারণে জেদ্দার কিং আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় অন্তত ৫২ জন আহত হয়েছেন।

উড্ডয়নের পর পাইলট প্লেনটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখতে পেয়ে জেদ্দার বিমানবন্দরে অবতরণের অনুমতি চায়। আকাশে কয়েক ঘন্টা চক্কর দেয়ার পর দুইবারের চেষ্টার পর অবতরণ করতে সক্ষম হয় পাইলট। এসময় প্লেনের নোজ গিয়ারটি ভেঙে যায়।

 

সৌদি আরবের এভিয়েশন তদন্ত বিভাগ জানিয়েছে, প্লেনটির ১৪১ জন যাত্রী এবং ১০ ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে ল্যান্ডিংয়ের সময় ৫২ জন সামান্য আহত হয়।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার ভোরে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, "মদিনা থেকে ঢাকা রওনা দিয়ে সাউদিয়া এয়ারলাইসের SV3818 প্লেনটিতে সমস্যা হবার পর প্রায় সাড়ে ৪ ঘন্টা পর জেদ্দা বিমানবন্দরে জরুরী অবতরণ করে। আল্লাহতালার অশেষ মেহেরবানীতে পাইলটের দক্ষতায় যাত্রীরা ভয়াবহ দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। কয়েকজন আহত হয়েছেন। আমাদের দুতাবাস আহতদের চিকিৎসার খোঁজখবর রাখছেন।"

 

এ সম্পর্কিত আরও খবর