ডেঙ্গু মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই: সাঈদ খোকন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 20:12:37

মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মেয়র বলেন, ‘জনগণের সচেতনতা ও সরকারের সকল সংস্থা ডেঙ্গু মোকাবিলার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আগের যেকোনো সময়ের তুলনায় জনগণ এখন অনেক বেশি সচেতন।’

বুধবার (৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালের কার্জন হলে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি আয়োজিত পদযাত্রায় এসব কথা বলেন মেয়র।

সাঈদ খোকন বলেন, ‘আপনারা জানেন, ডেঙ্গুর বাহক এডিশ মশা বাসা বাড়িতে জন্ম নেয়। আমরা একটু সচেতন হলেই এডিশ মশা জন্ম নিতে পারবে না। সরকারের সকল সংস্থাও তাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছে।’

মেয়র বলেন, 'আশা করি দ্রুততম সময়ের মধ্যে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে নগরবাসী।' পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে শুরু হয়ে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে মেয়র সকাল ১১টা ১৫ মিনিটে কার্জন হলে এসে বেলুন উড়িয়ে পদযাত্রার উদ্বোধন করেন।

এ সম্পর্কিত আরও খবর