শ্রীলঙ্কান নাগরিক হত্যায় দুইজনের যাবজ্জীবন

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 16:18:24

রাজধানীর শ্যামপুর এলাকায় শ্রীলঙ্কান নাগরিক সুহারা উম্মা হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

আসামিরা হলেন- মফিজ উদ্দিন সরকার ওরফে মফিজ এবং আবু জাহের ওরফে জাহের খান।

তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থ দণ্ডও করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (০৭ আগস্ট) ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

আবুল হোসেন নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়া তাকে খালাস দিয়েছেন আদালত।

রায়ের বিবরণ থেকে জানা যায়, জনৈক জহিরুল ইসলাম ওরফে হাফিজ কুয়েত থাকাকালে শ্রীলঙ্কান নাগরিক সুহারা উম্মার সাথে পরিচয় হয়। এরপরে তারা বিবাহ করেন। তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়।  তারা শ্যামপুরের জিয়া স্মরণি গ্যাস রোডে বসবাস করতেন।

২০০৪ সালের ২৭ জানুয়ারি সন্ধ্যায় সুহারা উম্মাকে তার বাসায় শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় সুহারা উম্মের দেবর আব্বাস আলী ২০০৪ সালের ২৮ জানুয়ারি শ্যামপুর থানায় মামলাটি দায়ের করেন।

রায়ের আগে চার্জশিটভূক্ত ২২ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

 

এ সম্পর্কিত আরও খবর