চার বছরেও দাখিল হয়নি মাওলানা ফারুকী হত্যার প্রতিবেদন

, জাতীয়

ল' করেসপন্ডেন্ট | 2023-08-23 21:48:33

ঢাকা: চার বছরেও দাখিল হয়নি বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’র ইসলামিক অনুষ্ঠান ‘কাফেলা’ র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের প্রতিবেদন।

২০১৪ সালের গত ২৭ অক্টোবর রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসার খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী।

এরপর মাসে মাসে হত্যাকাণ্ডের প্রতিবেদন দাখিলের জন্য আদালত দিন ধার্য করলেও গত চার বছরে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে পারেনি সিআইডি।

বুধবারও (২৩ মে) মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সিআইডি কোন প্রতিবেদন দাখিল না করায় ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মাজহারুল হক আগামি ৮ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন

ফারুকী চ্যানেল আই’র ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’, মাই টিভির লাইভ অনুষ্ঠান ‘সত্যের সন্ধানে’র উপস্থাপক, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রীমকোর্ট জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করতেন।

এ সম্পর্কিত আরও খবর