কেউ এখন খালি পায়ে থাকে না: তথ্যমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 08:02:46

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ব‌লেছেন, 'বাংলাদেশ এখন স্বল্প উন্নত দেশ থেকে উন্নতির দিকে যাচ্ছে। খাদ্যের ঘাটতির দেশ থেকে খাদ্য রফতানির দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে। দেশে দরিদ্রতার হার ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। কেউ এখন খালি পায়ে থাকে না। দুপুরে কিংবা সন্ধ্যায় কেউ এখন এক মুঠো ভাত চেয়ে খায় না। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যাবে। আর এসব কিছু সম্ভব হ‌য়ে‌ছে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন্য।'

বুধবার (৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা'র ৮৯ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, 'তিনি বারবার শুধু একটা কথাই বলেন, নতুন নির্বাচন দেন। হ্যাঁ, নতুন নির্বাচন আমরা দেবো। কিন্তু সেই নির্বাচনটা হবে ২০২২ সালের ডিসেম্বরে বা ২০২৩ সালের প্রথম দিকে। এর আগে দেশে নতুন কোনো সংসদ নির্বাচন হবে না।'

হাছান মাহমুদ বলেন, 'বাংলাদেশে এখন উন্নয়ন হচ্ছে, এটা দেখে তাদের (বিএনপি) সহ্য হয় না। তাই তারা গত ১০ বছর ধরে একই রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে, নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ও নতুন নির্বাচন।'

সভায় আরও উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও চিত্রনায়িকা সারাহ বেগম কবরী, চিত্র নায়িকা অরুনা বিশ্বাস, শাহনূর, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর