চাহিদা নেই বিআরটিসি দোতলার অগ্রিম টিকিটে

ঢাকা, জাতীয়

তৌফিকুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 02:31:03

প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে বিভিন্ন পরিবহন কোম্পানির পাশাপাশি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি রাজধানী থেকে নানান গন্তব্যে দোতলা বাস নামাবে।

গত ১ আগস্ট থেকে বিআরটিসির দোতলা বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে অগ্রিম টিকিট বিক্রির সপ্তম দিনে এসেও দেখা গেছে অধিকাংশ কাউন্টার সামান্য কিছু টিকিট বিক্রি করতে পেরেছে। দোতলা গাড়ি হওয়ায় যাত্রীদের আগ্রহ কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/07/1565175500086.jpg
বুধবার (০৭ আগস্ট) বিআরটিসির মতিঝিল, কল্যাণপুর ও গাবতলী বাস ডিপোতে অগ্রিম টিকিট বিক্রির খোঁজ নিতে গিয়ে এ তথ্য জানা যায়।

বিআরটিসির মতিঝিল ডিপোতে অগ্রিম টিকিটের দায়িত্বে থাকা মাহফুজুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, মতিঝিল বাস ডিপো থেকে ঈদ উপলক্ষে রংপুর-বগুড়া রুটে দোতলা বাসের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ১৫ থেকে ২০টা অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। আমাদের দোতলা বাসগুলো সাধারণত ঢাকা শহরের মধ্যে চলাচল করে। কিন্তু ঈদের সময় ঘরমুখো মানুষের সুবিধার জন্য বাসগুলো বিভিন্ন গন্তব্যের উদ্দেশে নামানো হয়। তবে এখন পর্যন্ত দোতলা বাসের অগ্রিম টিকিটে তেমন কোন সাড়া নেই যাত্রীদের।

কল্যাণপুর বাস ডিপোর কাউন্টার ম্যানেজার আমিনুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, এই ডিপো থেকে রংপুর, দিনাজপুর, নওগাঁ রুটের ৯ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। তবে দোতলা বাস হওয়ায় টিকিটের চাহিদা নেই। বিআরটিসির এসব গাড়িতে সাধারণত নিম্ন আয়ের লোকজন যাতায়াত করেন। আজকে পর্যন্ত ২০/২৫টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

বিআরটিসির গাবতলী ডিপোর ম্যানেজার মনিরুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, গাবতলী বাস ডিপো থেকে ঠাকুরগাঁওয়ের ৯ তারিখের বাসের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত টিকিট বিক্রি সন্তোষজনক নয়। আসলে দোতলা গাড়িতে দূরপাল্লার যাত্রীদের চাহিদা খুব কম থাকে।

বিআরটিসি দোতলা বাসের টিকিটের চাহিদা না থাকার বিষয়ে মতিঝিল বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ নায়েব আলী বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আমাদের দোতলা গাড়িতে সাধারণত নিম্ন আয়ের মানুষজন যাতায়াত করেন। গার্মেন্টস কারখানাগুলো বন্ধ হওয়ার পরে এসব গাড়িতে যাত্রীর চাপ বাড়ে। গার্মেন্টস কর্মী, নিম্ন আয়ের মানুষ বা যারা অন্য বাসের টিকিট পাননি তারাই বিআরটিসির দোতলা বাসের যাত্রী। আমরা আশা করছি পুরোদমে ঈদের ছুটি শুরু হলে আমাদের দোতলা বাসে যাত্রীর চাপ বাড়বে।

এ সম্পর্কিত আরও খবর