পাস্তুরিত দুধে রাসায়নিক দ্রব্য, ৫০ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 13:45:41

পাস্তুরিত দুধ এবং দই তৈরিতে রাসায়নিক দ্রব্য মেশানোর অপরাধে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বারো আউলিয়া ডেইরি মিল্ক এন্ড ফুড লিমিটেড ৫০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব সদর দফতরের একটি ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ আগস্ট) র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক মিজানুর রহমান।

এদিকে অভিযান শেষে সারওয়ার আলম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, দুধের সাথে পানি, ক্রিমমিল্ক পাউডার ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে পাস্তুরিত দুধ এবং দই তৈরি করছে প্রতিষ্ঠানটি।

এই অপরাধে বারো আউলিয়া ডেইরি মিল্ক এন্ডস ফুড লিমিটেডের ৬ জনকে ২  বছর, ৪ জনকে ৬ মাস করে কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করেছে এই আদালত। পাশাপাশি ফ্যাক্টরিটিকে সিলগালা করে দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর