পরিবেশ অনুকূলে থাকলে তবেই কয়লা উত্তোলন: প্রতিমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 16:34:32

পরিবেশকে সঙ্গে নিয়ে যদি সম্ভব হয় তবেই কয়লা উত্তোলনের বিষয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, কয়লার বিষয়ে নতুন করে ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে কোনভাবেই পরিবেশের বিষয়ে ছাড় দেওয়া যাবে না। যে কারণে কয়লায় বিষয়ে নতুন টেকনোলজি বিশ্লেষণ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করা। এ জন্য তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা ভারত থেকে গ্যাস আমদানির কথা চিন্তা করছি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা তাপির (চর্তুদেশীয় গ্যাস পাইপ লাইন, তুর্কেমিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ইন্ডিয়া) সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করে রেখেছি। যদিও এই পাইপ লাইনের সম্ভাবনা তেমন দেখছি না।

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানি বিভাগের সচিব আবু হেনা রহমাতুল মুনিম, পেট্রোবাংলার চেয়ারম্যার রুহুল আমিন প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর