শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ ২ জাপানি আটক

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 07:59:37

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি স্বর্ণবারসহ ২ জাপানি নাগরিককে আটক করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। ১২ কেজি ওজনের ওই স্বর্ণের দাম প্রায় ৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় মালয়েশিয়া থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে করে আসা ২ জাপানি নাগরিকের কাছ থেকে ৩০টি স্বর্ণবার (১ কেজি ওজনের ১০টি ও ১০০ গ্রাম ওজনের ২০টি) আটক করা হয়েছে।

আটকরা হলেন— তাকিও মিমুরা ও সুইচি সাতো।

এ দুই জাপানি নাগরিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাদের কাছে স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয়। তারা স্বর্ণের কথা অস্বীকার করেন। পরে তাদের দেহ তল্লাশি করে উভয়ের হাফ প্যান্টের ভেতর দিকে বিশেষভাবে সেলাইকৃত পকেটে ৩০টি স্বর্ণবার পাওয়া যায়। জাপানি নাগরিকের কাছ থেকে চোরাচালানের স্বর্ণ উদ্ধারের ঘটনা বাংলাদেশে এবারই প্রথম।

জব্দ হওয়া স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটক দুই জাপানির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর