রাজধানীর মাদক ব্যবসায়ের নিয়ন্ত্রক ৪৫ গডফাদার

, জাতীয়

শাহরিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-18 08:21:39

ঢাকা: রাজধানীর মাদক ব্যবসায়ের নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে ৪৫ গডফাদার। এদেরকে 'গডফাদার' হিসেবে আখ্যায়িত করে একটি তালিকা করেছেন আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর একটি গোয়েন্দা সংস্থা।

এই তালিকায় রয়েছে রাজধানীর প্রায় প্রতিটি থানার মাদক ব্যবসায়ী গডফাদারের নাম। এদের মধ্যে নারীর সংখ্যা ১২ জন।

এই তালিকাটি এতই বিস্তারিতভাবে তৈরি করা হয়েছে যে, গডফাদারদের বিরুদ্ধে কোন থানায় কতটি মামলা হয়েছে সেটাও উল্লেখ্য আছে। এছাড়া রয়েছে তাদের স্থায়ী আবাস ও অন্যান্য সব তথ্য।

অবাক করা বিষয় হল, এই গডফাদারের তালিকায় সর্বোচ্চ সংখ্যাক মামলা রয়েছে একজন নারীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে মামলার সংখ্যা খিলক্ষেত থানায় ২২ টি ও কদমতলী থানায় একটিসহ মোট ২৩ টি। ২০০৭ সাল থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত তার বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের করা হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাক মামলা যার বিরুদ্ধে তিনিও একজন নারী। তার বিরুদ্ধে মামলার সংখ্যা ১৮ টি, তার সবগুলো মামলাই রূপনগর থানাতে।

অন্যদিকে থানার দিক থেকে এই তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি মামলা আছে কামরাঙ্গীরচর ২৩ টি, খিলক্ষেত ২২ টি, রূপনগর থানায় ১৮ টি।

এই গোয়েন্দা প্রতিবেদনে পৃষ্ঠপোষকতা দিক থেকে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতার নাম আছে।

বার্তা২৪.কমের সংগৃহিত এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরও খবর