ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে ঘরমুখো মানুষ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 14:30:02

ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের চাপ অনেক বেড়েছে। বেশিরভাগ অফিস ছুটি হয়ে যাওয়ার কারণেই শুক্রবার (৯ আগস্ট) সকাল স্টেশনে যাত্রীদের ভিড় বাড়ে।

এর ফলে সকালে ছেড়ে যাওয়া ঢাকা টু দেওয়ানগঞ্জ তিস্তা এক্সপ্রেসে জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে চড়ে ঘরে ফিরছেন যাত্রীরা।

এদিকে যারা গত ৩১ জুলাই অগ্রিম টিকিট কেটেছিলেন এদিন তারাই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে।

বিমানবন্দর রেল স্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই প্ল্যাটফর্মে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। কেউ এসেছেন একাই, কেউবা পরিবারের সদস্য নিয়ে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। ট্রেনের ছাদেও ঠাসাঠাসি করে বসেছেন এসব ঘরমুখো মানুষ। নারীদেরকেও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠতে দেখা যায়।

ট্রেনের ছাদে উঠতে যাওয়া রাহাত হোসেন নামের এক যাত্রী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'যেহেতু অগ্রিম টিকেট পাইনি, তাই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে ছাদে যেতে হচ্ছে। কর্তৃপক্ষ আমাদের রেলের সিট দিতে ব্যর্থ হয়েছে, ফলে স্ট্যান্ডিং টিকেট নিয়ে এইভাবে যাচ্ছি।'

দেওয়ানগঞ্জগামী আরেক যাত্রী রহমত মিয়া বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'বাড়ি ফেরাতেই সব আনন্দ, সেটা হোক ট্রেনের ছাদে কিংবা ট্রেনের ভেতরে। হয়তো ট্রেনের ছাদে যাওয়াতে কিছুটা জীবনের ঝুঁকি আছে। কিন্তু কিছুই করার নেই, বাধ্য হয়েই এভাবে যেতে হচ্ছে।

'স্টেশন মাস্টার মরণ চন্দ্র দাস বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমাদের প্রস্তুতি ছিল, যাত্রীদের ছাদে উঠতে না দেওয়া। কিন্তু সকাল থেকেই যাত্রীদের অতিরিক্ত চাপ বাড়তে থাকে, এর ফলে যাত্রীরা ছাদে উঠেছে। আর কমলাপুর রেল স্টেশন থেকেই ঝুঁকি নিয়ে ছাদে চড়ে এসেছে যাত্রীরা। ফলে বিমানবন্দর স্টেশন থেকেও তাদের দেখাদেখি অনেক যাত্রী ছাদে উঠেছে।'

এ সম্পর্কিত আরও খবর